Tuesday, November 11

সোনার দিনার চালু করবে আইএস


কানিউজ ডেস্খ: ইরাক ও সিরিয়ায় সক্রিয় ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস ) তাদের অধিকৃত অঞ্চলে সোনা ও রুপার মুদ্রা চালু করতে চলেছে। যদিও আইএস সূত্রে এই খবরের সত্যতা এখনও স্বীকার করা হয়নি। ডেইলি মেইল সূত্রে জানা গেছে, অধিকৃত এলাকায় দিনারের আদি সংস্করণ ফিরিয়ে আনতে চায় আইএস । দিনারের আদি সংস্করণের ওজন হত ৪.৩ গ্রাম, পুরোটাই সোনার তৈরি। রুপা দিয়ে তৈরি দিরহামের ওজন ৩ গ্রাম। দুই মুদ্রারই আকৃতি গোল। এর এক পিঠে ইসলামের ধর্মীয় বার্তা লেখা থাকে। এখনও বহু দেশে দিনারের ব্যবহার থাকলেও তা তৈরি হয় কম দামের ধাতু দিয়ে। জানা গেছে, ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের অধিকৃত এলাকাগুলিতে এই নতুন মুদ্রা চালু করতে চায় জঙ্গিরা। চোরাপথে তেল বিক্রি করে দৈনিক প্রায় দশ লক্ষ ডলার আয় করছে এই জঙ্গি সংগঠনটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়