Friday, November 21

কক্ষচ্যুত বাংলাদেশ


প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। ১০ ওভার অতিবাহিত হলেও স্বাগতিকরা রানের খাতায় যোগ করতে পেরেছেন মাত্র ৩০ রান। ম্যাচের শুরু থেকে ধীরস্থির ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার তামিম-এনামুল। প্রথম তিন ওভারে রান আসে মাত্র ৫। এমন সাবধানী ব্যাটিং করেও সাজঘরে ফিরতে হয় তামিম ইকবালকে। ব্যক্তিগত ৫ রানের মাথায় পানিয়াঙ্গারার বলে প্লেড-অন হন তিনি। এরপর দলীয় ২৬ রানের মাথায় আরেক ওপেনার এনামুলও ফিরে গেল আরও চাপে পড়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০। এদিন অভিষেক হচ্ছে সাব্বির রহমানের।এদিকে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও আল-আমিন হোসেনের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে আছেন রুবেল হোসেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়