Monday, November 10

থ্রিডি ভিডিও শিশুর চোখের জন্য ক্ষতিকর


শিশুদের দৃষ্টিশক্তি গঠনে থ্রিডি প্রযুক্তি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছে ফ্রান্সের এজেন্সি ফর ফুড এনভায়রনমেন্ট অ্যান্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাকসেস (অ্যানসেস)। অ্যানসেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬ বছরের কম বয়সী শিশুদের থ্রিডি গেম, ভিডিও এবং সিনেমা না দেখাই ভালো। এছাড়া ১৩ বছরের কম বয়সীদের থ্রিডি সিনেমা কম দেখা উচিত বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি ব্যাখ্যা করে গবেষকরা বলেন, থ্রিডি ভিডিও দেখার ক্ষেত্রে একই সময় দুই জায়গার দুটি আলাদা ছবির দিকে তাকাতে হয়। মস্তিষ্ক ওই ছবি দুটিকে একটি ছবিতে রূপান্তর করে। শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে ৬ বছরের কম বয়সী শিশুদের দৃষ্টিশক্তি গঠন প্রক্রিয়ায় এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। থ্রিডি ভিডিও প্রশ্নবিদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম নয়, ইতালি সরকার শিশুদের মধ্যে থ্রিডি ভিডিও দেখা সীমাবদ্ধ করার চেষ্টা করছে এক বছর ধরে। ২০১০ সালে থ্রিডি ভিডিও কনসোল বাজারে আনার পর ওই কনসোলটি ৬ বছরের কম বয়সী শিশুদের দৃষ্টিশক্তির ক্ষতি করতে পারে বলে সতর্ক করে দিয়েছিল নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডো। সূত্র : বিবিসি ও অন্যান্য

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়