Monday, November 10

মস্তিষ্কের সঙ্গে মস্তিষ্কে যোগাযোগ


একজনের মস্তিষ্কের সঙ্গে অন্যজনের মস্তিষ্ক যোগাযোগ স্থাপন করতে পারবে বেশ দূরে অবস্থান করেও। শুধু যোগাযোগ স্থাপনই নয়, করা যাবে তথ্য আদান-প্রদান, এমনকি নিয়ন্ত্রণও। সম্প্রতি এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। সফলভাবে ছয়জনের ওপর একটি পরীক্ষা চালিয়ে এ পদ্ধতিতে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছেন তারা। ওয়াশিংটন ইউনিভার্সিটির একটি গবেষক দল দুজন মানুষকে এ পদ্ধতিতে ভাববিনিময়ের সুযোগ করে দেয়। তারা একে অন্যের সঙ্গে চিন্তার মাধ্যমে ভাববিনিময় করেন। এক বছর আগে এ ধরনের আরও একটি পরীক্ষার সুফল পাওয়া গেছে। এ প্রক্রিয়ায় একজনকে ভাবনা প্রেরক ও অন্যজনকে প্রাপক হিসেবে কাজ করতে হয়। প্রেরক মস্তিষ্কের সিগন্যাল ইন্টারনেটের সাহায্যে ১ সেকেন্ডের মধ্যেই ৮০০ মিটার দূরের প্রাপকের মস্তিষ্কে পাঠান। এমনকি তার হাতের নড়াচড়াও নিয়ন্ত্রণ করতে পারেন। এ গবেষণার অগ্রগতির লক্ষ্যে এরই মধ্যে ১ মিলিয়ন ডলার অনুদান পেয়েছে গবেষক দলটি। তারা মনে করেন, অগ্রগতি নিশ্চিত হলে এটি একটি কার্যকর প্রক্রিয়া হবে। উদাহরণ দিয়ে তারা বলেন, যদি কোনো পাইলট বিমান চালানোর সময় ঘুমিয়ে পড়েন, তাকে এ প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা থেকে বহু মানুষের জীবন রক্ষা করা যাবে। বিজ্ঞানীরা মনে করেন, এ পদ্ধতিতে একজনের চিন্তা ও জ্ঞানের সাহায্যে অন্যদের শিক্ষা দেয়া যাবে। সূত্র : ওয়াশিংটন ডট এডু

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়