Tuesday, November 11

“তারেককে আইনের মুখোমুখী করা হবে”


ঢাকা: যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শেখ ফজলুল হক মণিসহ সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে পালিত হচ্ছে সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় বনানী গোরস্থানে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে এ শ্রদ্ধা জানায় সংগঠনের নেতারা। পরে কবরস্থান মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাত ১২.০১ মিনিটে ধানম-ি-৩২ এ মোমবাতি প্রজ্জ্বলন করে আওয়ামী যুবলীগ। সকাল ৯ টায় ধানমন্ডিতে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনও করে সংগঠনের নেতারা। এসময় উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ, প্রেসিডিয়াম মেম্বার শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, মুজিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহীন, মহি উদ্দিন মহি, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, উপ প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হাসান খান নিখিল, দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী স¤্রাট প্রমুখ। এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে এ প্রতিনিধি সভার আয়োজন করে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ)। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যুবকরা দেশ নিয়ন্ত্রণ করে। তারা সমাজকে বদলাতে পারে। এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে । এসময় ত্রাণমন্ত্রী বলেন, যুবলীগ ঠিক থাকলে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে। দেশ পরিচালনার দায়িত্ব পাবে। ওই বর্ধিত সভা উদ্বোধন শেষে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ব্রিটিশ পুলিশ খুঁজছে। বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করার দায়ে তাকে অবিলম্বে আইনের মুখোমুখি করা হবে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, উপ প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ। উল্লেখ্য,১৫ নভেম্বর এই প্রতিষ্ঠাবার্ষিকীর পূনর্মিলনী অনুষ্ঠান করবে আওয়ামী যুবলীগ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়