আর্জেন্টিনা-পর্তুগাল ম্যাচের ঠিক আগেই গোটা ফুটবলদুনিয়াকে ধাঁধায় ফেলে মেসি বলে দিয়েছিলেন, ‘হয়তো বার্সেলোনা থেকেই অবসর নেব। কিন্তু কিছু কিছু সময় এমন আসে যখন আপনি যা পরিকল্পনা করেন, সেটা ঘটে না। বিশেষ করে ফুটবলে।’ বার্সেলোনার রাজপুত্রের কথায় ইঙ্গিত ছিল, এ বার তাঁর প্রিয় ক্লাব হয়তো ছাড়তে পারেন তিনি। যা নিয়ে বার্সার কোনও কর্তা মুখ না খুললেও মেসির বাবা-কাম-এজেন্ট হোর্জে মেসি ছেলের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরেই জানিয়ে দিলেন, এলএম টেন-কে কিনতে হলে দাম দিতে হবে ২০০ মিলিয়ন পাউন্ড। প্রায় ২০০ কোটি টাকা!
শোনা যাচ্ছে, মেসির মন্তব্যের পরে চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি-র মতো প্রিমিয়ার লিগের হেভিওয়েট ক্লাবের ফ্যাক্স পৌঁছে গেছে মেসির বাবার কাছে, জানতে তাঁর বিখ্যাত ছেলেকে সই করাতে কত অর্থ লাগবে? চেলসি কোচ হোসে মোরিনহো তো আগাম বলে রেখেছেন তাঁর ক্লাব কর্তাদের যে, এহেন জটিল পরিস্থিতির ফায়দা তুলে মেসিকে প্রিমিয়ার লিগে নিয়ে আসতে। মেসিকে সই করানোর আগ্রহ শুধু প্রিমিয়ার লিগেই সীমিত নেই। দৌড়ে রয়েছে প্যারিস সাঁ জাঁ, ইন্টার মিলানের মতো ইউরোপের অন্য ফুটবল উন্নত দেশের ক্লাবগুলোও।
যদিও হোর্জে মেসি একইসঙ্গে বলেছেন, “আমার মনে হয় মেসির মন্তব্যকে বাড়িয়ে দেখানো হয়েছে। তবে কোনও ক্লাব যদি সত্যিই ভাল প্রস্তাব নিয়ে আসে যা আমার ছেলের জন্য ভাল হবে, তা হলে তো ভাবতেই হবে।”
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়