Friday, November 14

আটক বিদেশিদের বিরুদ্ধে যত অভিযোগ


ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক ৩১ বিদেশি নাগরিকের বিরুদ্ধে খুন, প্রতারণা, মাদকদ্রব্য সংশ্লিষ্ট অপরাধ, অবৈধ বসবাসসহ বিভিন্ন অপরাধে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর মিন্টোরোডের ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ সময় জানানো হয়, রামপুরা, গুলশান, উত্তরা (উত্তর ও পশ্চিমমে) মোট ১৪৭টি বাড়িতে অভিযান চালিয়ে এই ৩১ বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে রামপুরা বনশ্রী থেকে ১১ বিদেশিকে আটক করা হয়। এদের মধ্যে তিনজন গাম্বিয়া, একজন সেনেগাল, দুজন উগান্ডা এবং পাঁচজন নাইজেরিয়ান। একইভাবে ডিবি পুলিশ গুলশান এলাকা থেকে চার বিদেশিকে আটক করে। এর মধ্যে তিনজন উগান্ডা ও একজন কেনিয়ার। উত্তরা পশ্চিম থেকে দুই নারীসহ আটক করা হয় ১৬ বিদেশিকে। এর মধ্যে নাইজেরিয়ান সাতজন, ক্যামেরুনের চারজন, আইভোরিকোস্টের দুই, টোগোর এক, মালির এক ও মোজাম্বিকের এক নাগরিক রয়েছে। ডিবির ডিসি (পশ্চিম ও উত্তর) শেখ নাজমূল আলম বিদেশিদের ভিসা ও পাসপোর্টের মেয়াদ যাচাই-বাছাই করে বাড়ি ভাড়া দেওয়ার জন্য বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'এদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।' এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন : মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (দক্ষিণ) কৃষ্ণপদ রায়, এডিসি (দক্ষিণ) আব্দুল আহাদ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়