Friday, November 14

পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে হামলার হুমকি


ঢাকা : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন এবং করাচিতে অবস্থিত ডেপুটি হাইকমিশন কার্যালয় এবং কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছে। বাংলাদেশ হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনে হামলার হুমকি দেওয়া হয়েছে- এমন তথ্য জানিয়ে নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নিতে বলা হয়েছে ওই চিঠিতে। সংশ্লিষ্ট সূত্রের কথা উল্লেখ করে পাকিস্তানের একটি উর্দু দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ হাইকমিশন ও ডেপুটি হাইকমিশন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে পাঠানো চিঠিতে বলেছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের ওপর হামলার হুমকি দিয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ হাইকমিশন ও ডেপুটি হাইকমিশন এবং তাদের কর্মীদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে। কেন্দ্রীয় এবং সিন্ধু প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ঘটনা জানানো হয়েছে। তাদের বাংলাদেশ হাইকমিশন ও ডেপুটি হাইকমিশন এবং তাদের কর্মীদের আবাসস্থলের নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়