Friday, November 14

ফের ঢাকা সফরে আসছেন নিশা দেশাই


ঢাকা: আবারও ঢাকা সফরে আসছেন ওয়াশিংটনের দক্ষিণ এশিয়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিশা দেশাই বিসওয়াল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের বিষয়ে তাদেরকে জানানো হয়েছে। তার সফরসূচি এখনও ঠিক না হলেও চলতি মাসের শেষ সপ্তাহে এই সফর হতে পারে বলে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জানানো হয়েছে। তবে আগামী ২৬ ও ২৭ নভেম্বর সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশের বাইরে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা। এ বছর ৫ জানুয়ারির নির্বাচনের আগে গত বছরের ১৬ নভেম্বর প্রথম বারের মতো ঢাকায় এসে নির্বাচনকালীন সরকার নিয়ে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার মধ্যে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা করেছিলেন বিসওয়াল। তবে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপির বয়কটের মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্ধেকের বেশি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় ওই নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করছে না যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সবার ঐকমত্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আবারও নির্বাচনের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। বিসওয়ালের এবারের সফরের উদ্দেশ্য স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে, অন্যান্য বিষয়ের সঙ্গে নির্বাচন পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়েও তিনি আলোচনা করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়