Monday, November 10

রাজধানীতে আ.লীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০


ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমাবেশে বসার যায়গা দখল করা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা ও ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা গ্রুপের একজন আহত হয়েছেন। আর ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৭ জনসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিশুপার্ক ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল অভিযোগ করে বলেন, এমপি ইলিয়াস মোল্লার সরাসরি নির্দেশেই তার অনুসারীরা আমাদের উপর আগে চড়াও হলে আমরা তা প্রতিরোধ করি। বিপুল আরও অভিযোগ করেন, একজন সংসদ সদস্য হয়ে কীভাবে তিনি নিজ দলের নেতা-কর্মীদের মারার নির্দেশ দেন তা আমার বুঝে আসছে না। বিপুল বলেন, আমি মায়া ভাইয়ের কাছে এর বিচার দাবি করেছি। তিনি এর সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে এমপি ইলিয়াস মোল্লা গ্রুপের এক কর্মী দাবি করেছেন, বিপুলের সমর্থকরা আমাদের এমপির গায়ে হাত তুলেছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তাদের বিরোধের মীমাংসা করতে চেয়েও ব্যর্থ হন। ফলে সমাবেশস্থলে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উল্লেখ্য, বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে মিছিল-পূর্বক বিক্ষোভ প্রদর্শনের জন্য আয়োজিত এই সমাবেশে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকামহানগর সহ-সভাপতি ফয়জুদ্দিন মিয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক দিলিপ রায় প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়