Monday, November 10

কানাইঘাট উপজেলা স্বাস্থ্যসহকারী ফারুক আহমদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

imageকানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসহকারী, সমাজসেবী ও অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার২৪ডটকম সম্পাদক তাওহীদুল ইসলামের বোনের স্বামী ফারুক আহমদের (৫২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন মহল। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিহেদী আত্মার মাগফেরাত কামন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, কর্মময় জীবনে অসহায়, দুস্থ গরীব মানুষের সেবাদানকারী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন গ্রামীণ জনপদের স্বাস্থ্য কমপ্লেক্সের এই সহকারী। শোকজ্ঞাপনকারীরা হলেন, উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, ৭নং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, গাছবাড়ী আইডিয়াল কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, সিলেট জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ওলিউর রহমান, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট মামুনুর রশিদ মামুন, এডভোকেট আযহারুল ইসলাম (পাবেল), এডভোকেট খায়রুল আলম (বকুল), গাছবাড়ী জামিউল উরুম কামিল মাদ্রাসার প্রভাষক বিলাল আহমদ, উপজেলা স্বাস্থ্যসহকারী এনাম উদ্দিন, ইয়াহইয়া, ছালিক আহমদ প্রমুখ।
উল্লেখ্য, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসহকারী ফারুক আহমদ শনিবার নগরীর একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন। শনিবার রাত বাদ এশা জানাজা শেষে বাণিগ্রাম জামে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয় । তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে যান। ফারুক আহমদ ৭ নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নের বাণিগ্রামের মুছব্বির আহমদ ( জিন্নাহ)’র প্রথম পুত্র।  প্রেসবিজ্ঞপ্তি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়