কানাইঘাট নিউজ ডেস্ক:
তিন দশক আগের চেয়ে ইউরোপে পাখির সংখ্যা এখন অন্তত ৪২ কোটি কম। বর্তমান পরিবেশও অনেক পাখির জন্য অনুকূল নয়। গত সোমবার বিজ্ঞান সাময়িকী ইকোলজি লেটারস-এ প্রকাশিত এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর এএফপির।
গবেষণায় বলা হয়েছে, আধুনিক কৃষিব্যবস্থা এবং পাখির বসবাসের জায়গা কমে যাওয়াই তাদের সংখ্যা এভাবে কমে যাওয়ার কারণ। আর কমে যাওয়া পাখির মধ্যে ৯০ শতাংশই খুব পরিচিত। এর মধ্যে আছে গ্রে প্যাট্রিজ, স্কাইলার্ক, চড়ুই ও স্টার্লিং।স্কাইলার্ক
তবে সংরক্ষণ এবং আইনি কার্যক্রম জোরদার হওয়ার কারণে সাম্প্রতিক বছরগুলোতে কিছু বিরল প্রজাতির পাখির সংখ্যা বেড়েছে।
অন্যতম গবেষক রিচার্ড গ্রেগরি বলেন, ‘ইউরোপজুড়ে পাখির এই কমে যাওয়ার ঘটনা একটা বড় ধরনের সংকেত। এটা স্পষ্ট, যেভাবে আমরা আমাদের পরিবেশের ব্যবস্থাপনা করছি, তা ভঙ্গুর। পরিচিত অনেক পাখির জন্যই এই পরিবেশ সহায়ক নয়।’
ইউরোপের ৩৫টি দেশ থেকে সংগ্রহ করা ১৪৪ প্রজাতির পাখির তথ্য এ গবেষণায় ব্যবহৃত হয়। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এই পাখির তথ্য সংগ্রহ করা হয়।গ্রে প্যাট্রিজ
ইউনিভার্সিটি অব এক্সিটারের গবেষক রিচার্ড ইংগার মনে করেন, চেনা পাখির সংখ্যা এভাবে কমে যাওয়াটা উদ্বেগজনক, কারণ মানুষ এসব পাখির কাছ থেকেই সবচেয়ে বেশি উপকার পায়।
পাখির সংখ্যা বাড়াতে সংরক্ষণব্যবস্থা আরও উন্নত করার পরামর্শ দেওয়া হয়েছে গবেষণায়। এতে বলা হয়েছে, শহরাঞ্চলে পাখির জন্য সবুজ আবাসভূমি তৈরি এবং প্রকৃতি-সহায়ক কৃষিব্যবস্থাও পাখির সংখ্যা বাড়াতে সহায়ক হতে পারে।
Monday, November 17
এ সম্পর্কিত আরও খবর
সর্দি-কাশি সারাতে ম্যাজিকের মতো কাজ করে তুলসীর চা ইট-পাথরে ঘেরা শহরে খুব একটা বোঝা না গেলেও গ্রামে এরইমধ্যে জেঁকে বসেছে শীত। শীত মানেই হাজারো স
0 কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদঃ ইতিহাস ঐতিহ্য একটি পর্যালোচনা (১ম পর্ব) শাহ নজরুল ইসলামহযরত শাহজালাল (রঃ) ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভূমি সিলেট। বাংলা ও আসামের মিলন
ডিমের থেকে বেশি প্রোটিন থাকে যে ৫ শাক-সবজিতে ডিম প্রোটিনের অন্যতম সেরা উৎস। ডিমকে প্রোটিনের অন্যতম সেরা উৎস হিসেবে বিবেচিত হয়। কারণ প্রতি
ওজন কমানোসহ গোপন দুর্বলতায় কালোজিরাই যথেষ্ট কালোজিরা শুধুই ছোট ছোট কালো দানা নয়, এটি বহন করে বিস্ময়কর ক্ষমতা। প্রাচীনকাল থেকেই এটি বিভিন্
বরফের নিচে মার্কিন সামরিক ঘাঁটি আবিষ্কার নাসার বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডে একটি অসাধারণ আবিষ্কার করেছেন, দ্বীপের বরফের ১০০ ফুট নিচে চাপা
সিলোনীয়ার নারিকেলের হাট! আবদুল্লাহ আল-মামুন, ফেনী: ‘বৃহত্তর নোয়াখালীর সোনালী ফসল নারিকেল’ একথাটি এখনও মানুষের মুখে মুখ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়