জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের ডিফল্ট সার্চ ইঞ্জিন হতে যাচ্ছে ইয়াহু। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে চুক্তিবদ্ধ ছিল গুগল। তবে গুগলের সঙ্গে চুক্তি নবায়ন না করে ইয়াহুর সঙ্গে নতুন চুক্তি করছে মজিলা। বুধবার মজিলার প্রধান নির্বাহী ক্রিস বিয়ার্ড প্রতিষ্ঠানটির নিজস্ব ব্লগে ইয়াহুর সঙ্গে পাঁচ বছরের এ চুক্তির ঘোষণা দেন।
মার্কিন ব্যবহারকারীদের জন্য ডিসেম্বরেই আসছে উন্নত ইয়াহু সার্চ। তবে ব্যবহারকারীরা চাইলেই ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করে নিতে পারবেন গুগল, বিং, ইবে, অ্যামাজন, উইকিপিডিয়া বা টুইটারে। গুগলের সাবেক নির্বাহী মারিসা মায়ার ইয়াহুর নির্বাহী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই মনোযোগ দিয়েছেন সার্চ ইঞ্জিনের ওপর, বিশেষত মোবাইল সার্চে। সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের আধিপত্য কমাতেই এ পদক্ষেপ। ইয়াহুর ডেস্কটপ সার্চের চালিকাশক্তি মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন, আরেকটি চুক্তি যা থেকে বেরিয়ে আসতে বদ্ধপরিকর মায়ার। সূত্র : ম্যাশ্যাবল ও বিবিসি
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়