Sunday, November 16

কানাইঘাটে নানকা-রাগীব আলী মুখোমুখি


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লোভাছড়া চা-বাগানের কর্তৃত্ব নিয়ে বাগানের মালিক মি. জেমস্ লিও ফারগুশন নানকা ও বাগানের একাংশের লীজ গ্রহীতা রাগীব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে আজ রবিবার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, রাত অনুমানিক সাড়ে ৭টার দিকে বাগানের কর্তৃত্ব নিয়ে মিঃ জেমস্ লিও ফারগুশন নানকার সাথে রাগীব আলীর নিয়োজিত ম্যানেজার জহিরুল হক, এ্যাসিটেন্ট ম্যানেজার ও চা-শ্রমিকদের একাংশের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। এর জেরধরে জেমস্ লিও ফারগুশন নানকা ও তাঁর সমর্থিত চা শ্রমিকরা রাগীব আলী মনোনীত লোকজনদের বাগান থেকে বের করে একটি জিপ গাড়িতে তুলে সিলেটের দিকে নিয়ে যাওয়ার পথে রাগীব আলীর লোকজন কানাইঘাট থানার সহায়তায় স্থানীয় বড়বন্দ বাজার এলাকা থেকে বাগানের বেশ কয়েকজন ষ্টাফ ও তাদের পরিবারের সদস্যদের উদ্ধার করা হয়। রাগীব আলী মনোনীত পক্ষের লোকজনদের অভিযোগ রাত সাড়ে ৭টার দিকে নানকা ও তার পরে লোকজন বাগানের ম্যানেজার ও এ্যাসিটেন্ট ম্যানেজারকে বাগানের বাংলো থেকে ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেন। অপরদিকে বাগানের সত্ত্বাধিকারী জেমস্ লিও ফারগুশন নানকার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, মূলত বাগানের কর্তৃত্ব নিয়ে চা- কর রাগীব আলীর সাথে নানকার বিরোধ চলে আসছিল। রাগীব আলী চাচ্ছেন পুরো বাগান তার নিয়ন্ত্রণে নিতে। জানা গেছে, বাগানের প্রায় ৫০ শতাংশ লীজ গ্রহীতা হচ্ছেন রাগীব আলী। বাদবাকী অংশের মালিক এবং লোভাছড়া চা-বাগানের কাগজপত্র সূত্রে জেমস্ লিও ফারগুশন নানকার মালিকানা রয়েছে। রাগীব আলী নানকাকে বাগান থেকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করে আসছেন বলে স্থানীয় লোকজন জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়