Friday, November 21

কী নেই রামদেবের আশ্রমে!


আশ্রম নয়, বিনোদনকেন্দ্র বললেও খুব একটা ভুল হবে না। সুইমিং পুল, ব্যক্তিগত বিলাসবহুল কক্ষ সবই আছে ভারতের হরিয়ানার স্বঘোষিত ধর্মগুরু রামপালের আশ্রমে। রয়েছে একটি পাঠাগার, একটি হাসপাতাল ও এলইডি স্ক্রিনসহ এক লেকচার কক্ষ। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রামপালকে গ্রেপ্তারের পর তার সাতলোক আশ্রমে ঢুকে সুইমিং পুলসহ দরজা তালাবদ্ধ অবস্থায় বেশ কয়েকটি কক্ষ আবিষ্কার করেছে পুলিশ। ২০১২-১৩ সালে আশ্রমটি নির্মাণ করা হয়। এতে ৫০ হাজার লোকের থাকার ব্যবস্থা রয়েছ। মঙ্গলবার পুলিশি অভিযানের সময় আশ্রমে ১৫ হাজারেরও বেশি ভক্ত ছিলো। ৩০ ফুট উচ্চতার দেয়ালবেষ্টিত আশ্রমটিতে প্রবেশ করা বেশ কষ্টসাধ্য। পুলিশকে আরও বেশি কষ্ট করতে হয়েছে রামপালের ব্যবহৃত পাঁচতলা ভবনের কক্ষগুলোতে ঢুকতে। দরজা ও জানালা ভেঙে কক্ষগুলোতে প্রবেশ করে পুলিশ সদস্যরা। কী নেই রামদেবের আশ্রমে! ১৪ বছর আগে রাজ্য সরকারের বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা রামপালের বিলাসী জীবনযাপনের আরও প্রমাণ পেয়েছে পুলিশ। বিএমডব্লিউ ও মার্সিডিসসহ বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন তিনি। রামপালের বিলাসবহুল আশ্রমে অস্ত্রেরও কমতি নেই। হরিয়ানা পুলিশ সেখান থেকে ৩২টি বোর রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করেছে। রামপালের ‘বাবা কমান্ডো’ বাহিনীর সদস্যরা ওগুলো ব্যবহার করত বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, ৪৩ বছর বয়সী রামপাল বর্তমানে হিসারের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ৩৫টি মামলা রয়েছে। এর আগে রামপাল প্রায় ৪০ বারেও বেশি আদালতের সমন অমান্য করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়