Wednesday, November 12

কানাইঘাটে মেয়র আরিফুল হক:খালেদা জিয়ার ডাকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে


নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকারের দুঃশাসনে দেশের জনগণ অতিষ্ট হয়ে উঠেছেন। প্রতিদিন হত্যা, গুম, অপহরণ, ধর্ষণ, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনার আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবনের নিরাপত্তা কোথাও নেই। বিরোধী দলের নেতাকর্মীদের পাইকারীভাবে গ্রেফতার, নির্যাতন এমনকি সভা সমাবেশও করতে দেয়া হচ্ছে না।
তিনি আরো বলেন, এ অবস্থা থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া এ অবৈধ সরকারের পতনের ডাক যখনই ঘোষণা করবেন তার আহ্বানে রাজপথে ঝাপিয়ে পড়ার জন্য দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
আরিফুল হক চৌধুরী বুধবার বিকেল ৩টায় স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনের ২৭জন কাউন্সিলারদের গোপন ভোটে উপজেলা বিএনপির সভাপতি পদে চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ফরিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক পদে নাজিম উদ্দিন নির্বাচিত হন।
নির্বাচিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক এড. নুরুল হক। এসময় দলীয় নেতাকর্মীরা আনন্দ উল্লাশে ফেটে পড়ে। উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপি নেতা এখলাছুর রহমান ও শাহজাহান সেলিমের যৌথ পরিচালনায় সম্মেলনে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এড. নুরুল হক এর উদ্বোধনী বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, এড. আব্দুল গাফ্ফার, আবুল কাহের শামিম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, আব্দুল মান্নান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিছবাউল কাদির ফাহিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা যুবদলের সেক্রেটারী মামুন রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল আহাদ খান জামান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য এড. মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এড. হাছান পাঠোয়ারী রিপন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়