Tuesday, November 11

“স্বাধীনতা স্তম্ভ” পাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়


ঢাকা: সোহরাওয়াদী উদ্যানে নির্মিত “স্বাধীনতা স্তম্ভ” নিয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে টানাহেঁচড়া চলছিল অনেক আগে থেকেই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে এই টানাহেচড়া চলছিল।শেষ পর্যন্ত জয় হয়েছে সংস্কৃত মন্ত্রণালয়েরই। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, “স্বাধীনতা স্তম্ভ ও স্বাধীনতা জাদুঘর” সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিধিভূক্ত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবুল কালাম শাসসুদ্দিনের স্বাক্ষরিত ঐ পত্রে, “এলোকেশন অব বিজনেস”-এ এসংক্রান্ত প্রংয়োজনীয় সংশোধন/ সংযোজনের পরবর্তী ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়া হয়েছে। এ সিদ্ধান্তটি আজ মঙ্গলবার সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে জানিয়ে দেয়া হয়েছে। দুই মন্ত্রণালয়ই চাইছিল স্তম্ভটিকে নিজেদের কাছে রাখতে। এ নিয়ে টানাহেঁচড়া শুরু হওয়ায় সিদ্ধান্ত গ্রহণের জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এনিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একাধিক বৈঠকও হয়েছে। ১২ অক্টোবর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান সিকদারের সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম. এ হান্নান, সংস্কৃতিক সচিব রনজিৎ কুমার বিশ্বাস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নীলুফার আহমেদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়