Sunday, November 16

মার্কিন ত্রাণকর্মী ক্যাসিগের শিরশ্ছেদের ভিডিও আইএসর


কানিউজ ডেস্ক: ইন্টারনেটে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে আইএস জঙ্গিরা তাদের হাতে বন্দি থাকা মার্কিন ত্রাণকর্মী আব্দুর রহমান ক্যাসিগকে হত্যা করেছে। ভিডিওটিতে দেখা গেছে, এক মুখোশধারী জঙ্গি দেহ থেকে কেটে আলাদা করা একটি মাথার উপর দাঁড়িয়ে আছে। এবং ওই জঙ্গি দাবি করছে মাথাটি মার্কিন ত্রাণকর্মী আব্দুর রহমান ক্যাসিগের। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভিডিওটির প্রমাণিকতা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। ভিডিওটিতে একদল সিরিয় সেনাকে গণহারে হত্যার চিত্রও রয়েছে। মি. ক্যাসিগ (২৬), যিনি পিটার নামেও পরিচিত ছিলেন, আইএস জঙ্গিদের হাতে বন্দি হন গত বছর। তার পরিবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বসবাস করে। ক্যাসিগকে হত্যার ঘটনা যদি সত্য হয় তাহলে এটি হবে আইএস এর হাতে পশ্চিমা বন্দিদের শিরশ্চেছেদের পঞ্চম ঘটনা। এর আগে ব্রিটিশ ত্রাণ কর্মী অ্যালান হেনিং ও ডেভিড হেইনস এবং মার্কিন সাংবাদিক জেমস ফলি ও স্টিভেন সটলফকে শিরশ্ছেদ করে হত্যা করে আইএস জঙ্গিরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়