Saturday, November 8

কাল জামায়াতেরও বিক্ষোভ


ঢাকা: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানসহ সংগঠনের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে কাল রবিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার দুপুরে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে, নিজেদের দলীয় লোকদের দিয়ে মিথ্যা স্বাক্ষ্য প্রদান করে তাকে মুত্যুদণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা করেছে। সরকার একে একে জামায়াত নেতাদেরকে হত্যার যে পরিকল্পনা নিয়েছে সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার অস্থির হয়ে পড়েছে। আইন, আদালত ও সংবিধানের তোয়াক্কা না করে ফাঁসি কার্যকরের নামে কামারুজ্জামানকে হত্যা করার জন্য সরকার বেসামাল হয়ে পড়েছে। সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি ফাঁসির দণ্ড স্থগিতের আহ্বান জানিয়েছে।’ তিনি বলেন, ‘কামারুজ্জামানকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালন করে জনগণ সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেছে। আমরা আশাকরি সরকার চক্রান্ত, ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি পরিহার করে এই মুহূর্তে কামারুজ্জামানকে মুক্তি দেবে।’ এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ায় রোববার রাজধানী ঢাকাসহ জেলা ও প্রতিটি থানা পর্যায়ে প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়