Tuesday, November 11

অভিনয়ে আগ্রহ হারিয়েছেন ডিপজল!


ঢাকা : রহস্যজনক কারণে অভিনয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন চলচ্চিত্রের দুঃসময়ে হালধরা জনপ্রিয় নায়ক-প্রযোজক ডিপজল। ঢাকার চলচ্চিত্র যখন অশ্লীলতার ভয়াল থাবায় ক্ষতবিক্ষত, যখন সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে কেউ সাহস পাচ্ছিলেন না, ঠিক তখনই গুণী পরিচালক এফ আই মানিককে দিয়ে ‘কোটি টাকার কাবিন’ বানিয়ে অশ্লীলতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের চেহারাই পাল্টে দিয়েছিলেন ডিপজল। নিজেকে বড় তারকা বানানোর পাশাপাশি আরও দু’জন তারকা জন্ম দিয়েছিলেন তিনি। তারা হলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ‘কোটি টাকার কাবিন’ ছবির সাফল্য সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে প্রযোজকদের সাহসী করে তুলেছিল। পাশাপাশি ডিপজলের ক্যারিশমায় সিনেমাপ্রেমী দর্শকরা পুনরায় প্রেক্ষাগৃহে ছুটে আসতে শুরু করেছিল। এক ছবির কল্যাণে ডিপজল দ্বিতীয়বার বড় তারকায় পরিণত হন। এর আগে ভিলেন হিসেবে প্রথম ছবি ‘তেজী’তেও বড় তারকা বনে গিয়েছিলেন তিনি। মজার বিষয় হলো, চলচ্চিত্রে ডিপজলের আগমন প্রথমে নায়ক হিসেবে। ছবির নাম ‘টাকার পাহাড়’। এরপর তিনি নায়ক হিসেবে অভিনয় করেন ‘হাবিলদার’ ছবিতে। তারপর লম্বা বিরতি। তবে প্রযোজক প্রদর্শক হিসেবে তিনি সক্রিয় ছিলেন। লম্বা বিরতি শেষে হঠাৎই নিজের প্রযোজনায় কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ ছবিতে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ এবং ব্যাপক সাফল্য। ভিলেন হিসেবে আকাশছোঁয়া জনপ্রিয়তা লাভ করেন ডিপজল। কাজ করেন অনেকদিন। তারপর আবার বিরতি। ২০০৪ সালে নায়ক হিসেবে আত্মপ্রকাশ ‘কোটি টাকার কাবিন’-এর মধ্য দিয়ে। এক্ষেত্রে বিরাট সাফল্য। চাচ্চু, দাদিমা, কাজের ছেলে, রিকশাওয়ালার ছেলে, আমার স্বপ্ন আমার সংসার, মায়ের হাতে বেহেশতের চাবি ইত্যাদি ছবির ব্যাপক সাফল্যে ডিপজল হয়ে ওঠেন চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী তারকা। এসময় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদকও নির্বাচিত হন। নব উদ্যমে মৌসুমীর সঙ্গে জুটিবেঁধে শুরু করেন এফ আই মানিককে দিয়ে ‘সৌভাগ্য’। কক্সবাজারে টানা বেশ কয়েকদিন আউটডোর শুটিংও করেন। তারপর সমিতিগত কোন্দলের কারণে বিমুখ হয়ে ওঠেন চলচ্চিত্রের ওপর থেকে। এক সময় অভিনয় থেকে। অল্প কাজ বাকি রেখেই আটকে রাখেন ‘সৌভাগ্য’ ছবির শুটিং। গান এবং অ্যাকশনের কিছু অংশের শুটিং শেষ হলেই ‘সৌভাগ্য’ মুক্তির জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু এই ছবি শেষ করতে ডিপজলের কোন আগ্রহ দেখা যাচ্ছে না। আরেক ছবি এফ আই মানিক পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। এই ছবিটি মুক্ত করার জন্যও তার কোন উদ্যোগ নেই। এ প্রসঙ্গে ডিপজল বলেন, এক ছবি দিয়ে কি হবে। যে অবস্থা তাতে করে বেশি বেশি ছবি বানাতে হবে। কিন্তু ছবি যে বানাবো, নায়িকা কোথায়? যারা কাজ করছে তারা কারও না কারও নিয়ন্ত্রণে। অনেকদিন পর জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ নামে একটি ছবির কাজ শুরু করেছেন এ অভিনেতা। গত কয়েকদিন এফডিসির ৭ নম্বর ফ্লোরে বাপ্পির সঙ্গে একটি আদালতের শুটিং করেছেন তিনি। এই ছবিতে তার নায়িকা নতুন মুখ তানহা। শুটিংয়ের ফাঁকে ফাঁকে ডিপজল বলেন, ফিল্মের যে অবস্থা তাতে করে ইচ্ছে হয় না সিনেমা বানাতে। তবে নতুন নায়িকা পেলে একসঙ্গে বেশক’টি ছবির কাজ শুরু করবো। তিনি বলেন, অবস্থা পর্যবেক্ষণ করছি। সিদ্ধান্তটা দ্রুতই নেবো। ভাল কিছু ছবি নির্মাণের ইচ্ছা আমার আছে। তবে সবকিছু নির্ভর করবে পরিবেশ পরিস্থিতির ওপর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়