Sunday, November 16

নিলামে নেপোলিয়নের দ্বিকোণী হ্যাট


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত দ্বিকোণ বিশিষ্ট হ্যাটের একটি আজ রবিবার প্যারিসের নিলামে উঠে। বীবরের পশমে তৈরি কালো এ হ্যাটের মূল্য তিন থেকে চার লাখ ইউরো। কিন্তু এটি ২০ লাখ ইউরেতে বিক্রি হতে পারে বলে তার স্মারক দেখতে আসা দর্শণার্থীরা জানিয়েছেন। নেপোলিয়ন ১৮০৪ থেকে ১৮১৪ সাল পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন। পরে ১৮১৫ সালে আবারো তিনি ক্ষমতাসীন হন। কথিত আছে এ সময়ে তিনি ১২০টি হ্যাট পরতেন। এসব হ্যাট তৈরি করতো ফ্রান্সের হ্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান পৌপার্ড। নেপোলিয়ন সামনে পেছনের বদলে এসব হ্যাট দুই কোন দুইদিকে দিয়ে পরতেন। ফলে যুদ্ধক্ষেত্রে তাকে সহজেই সনাক্ত করা সম্ভব হতো। তার পরিহিত এসব হ্যাটের ২০টি এখনও রয়ে গেছে। দুতিনটি ব্যক্তি বিশেষের কাছে থাকলেও বাদবাকীগুলো বিশ্বের নানা জাদুঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিলামে নেপোলিয়নের দ্বিকোণী হ্যাট শনিবার ও রবিবার দুদিনের নিলাম আয়োজনে হ্যাটটি গুরুত্বপূর্ণ আইটেম হিসেবে বিবেচিত হচ্ছে। ফরাসি নিলামকারী প্রতিষ্ঠান ওসেনেতের আয়োজনে নিলামে আরো থাকছে নেপোলিয়নের ব্যবহৃত মোজা, একটি স্কার্ফ ও একটি শার্ট। হ্যাটটি নেপোলিয়নের প্রাসাদের কর্মচারী জোশেফ গিরাদের পরিবারের জিম্মায় ১৯২৬ সাল পর্যন্ত ছিল। পরে এটি প্রিন্স লুইয়ের সংগ্রহে চলে যায়। উল্লেখ্য রাজত্বের দুশো বছর পার হলেও নেপোলিয়ন এখনও বিপুল জনপ্রিয় এক ঐতিহাসিক ব্যক্তিত্ব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়