Sunday, November 16

নোকিয়ার লোগোহীন লুমিয়া


আসছে নতুন লুমিয়া স্মার্টফোন। তবে ব্র্যান্ড নেম হিসেবে থাকছে না নোকিয়া নামটি। চলতি মাসেই আসছে মাইক্রোসফটের সাশ্রয়ী স্মার্টফোন লুমিয়া ৫৩৫ ও লুমিয়া ৫৩৫ ডুয়েল সিম। এগুলোয় থাকবে উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেম। এছাড়া ৫ মেগাপিঙ্লে ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ৫ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে। দাম ১৩ হাজার ৫০০ টাকার মধ্যে। গবেষণা সংস্থা স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্য অনুসারে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্ববাজারে মাত্র ২.৭ শতাংশ উইন্ডোজ ফোন বিক্রি হয়েছে। আর এর মধ্যে বেশিরভাগই লুমিয়া। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৩.৮ শতাংশ। উল্লেখ্য, এপ্রিলে ৭২০ কোটি ডলারে নোকিয়ার মোবাইল ফোন নির্মাণ বিভাগ কিনে নেয় শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। চুক্তি অনুসারে মাইক্রোসফটের অধীনে নির্মিত স্মার্টফোনে নোকিয়া নামটি ব্যবহারের জন্য ১০ বছরের অনুমতি রয়েছে। তবে একটু জলদিই বাদ পড়লো বিশ্বের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড নামটি। - প্রযুক্তি ডেস্ক

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়