Tuesday, November 11

বহিষ্কৃতদের বিষয়ে খালেদার সঙ্গে কথা বলবেন রিজভী


ঢাকা: ছাত্রদলের বহিষ্কৃতদের বিষয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে কথা বলবেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকালে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বহিষ্কৃতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন রিজভী। এসময় বহিষ্কৃত নেতারা অভিযোগ করেন, অসাংগঠনিক প্রক্রিয়ার তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে রিজভী বলেন, অসাংগঠনিক প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। বরং সাংগঠনিক প্রক্রিয়ার তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন, তরুণ দে, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম টিটু, ফেরদৌস আহমেদ মুন্না এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রয়েল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়