Sunday, November 16

যশোর বিএনপির সভাপতি, ২ মেয়রসহ ৩৩ নেতা কারাগারে


যশোর:পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক মামলায় যশোর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, দুই পৌর মেয়রসহ ৩৩ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় তারা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে বিচারক মারুফ আহম্মদে জামিন নামঞ্জুর করে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। নেতারা হলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, নগর বিএনপির সভাপতি যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, কেশবপুর পৌর মেয়র আবদুস সামাদ বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি নুর-উন-নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনি, জেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ নাজমুল ইসলাম বাবুল, ছাত্রদল নেতা ফারুক হোসেন, আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, যশোর পৌর কাউন্সিলর সালাউদ্দিন, জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন অমিত প্রমুখ। আদালতে তারা জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়