স্পোর্টস রিপোর্টার,ঢাকা: ৩২টি দল নিয়ে কোপ দেল রের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই ড্রতে চারটি বিভাগ করা হয়েছে। যেখানে এক একটি বিভাগে রাখা হয়েছে আটটি দলকে। আর এবারের ড্রতে একই বিভাগে পড়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ।
বার্সা তাদের প্রথম ম্যাচ খেলবে তৃতীয় বিভাগের দল হুইসকার সঙ্গে আর রিয়াল খেলবে করনেলার সঙ্গে।
এদিকে রিয়াল ও অ্যাতলেতিকো তাদের প্রথম ম্যাচে জয় পেলেই হতে পারে দুদলের মধ্যে ডার্বি ম্যাচ। আর গ্যালাকটিকোরা ও কাতালনরা যদি টানা দুটি ম্যাচ জিতে তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে তাদের। ফলে বছরের আরো একটি এল ক্ল্যাসিকো দেখতে পারবে ফুটবল সমর্থকরা।
আগামী তিন ডিসেম্বর থেকে শুরু হবে এই আসর।
কোপা দেল রেতে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৬ বার শিরোপা জিতেছে বার্সা। আর গত বারের চ্যাম্পিয়ন রিয়াল জিতেছে ১৯ বার।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়