Sunday, October 26

মুক্তিযোদ্ধা ফেরদৌস!


বিনোদন ডেস্খ: চিত্রনায়ক ফেরদৌস অভিনয়ের প্রয়োজনে নানা চরিত্র রূপদান করেছেন। এবার তাকে একটি ছবিতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে। ছবিটির নাম 'নেকড়ে অরণ্য'। শওকত ওসমানের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করছেন মারুফ হাসান আরমান। ২ নভেম্বর থেকে নরসিংদীর বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বন্দি শিবিরে নির্যাতিত নারীদের দুঃখগাথা নিয়েই ছবিটির মূল গল্প তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের হাতে নির্যাতিত বীরাঙ্গনাদের নিয়ে এই প্রথম বড় পরিসরে পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হচ্ছে। ছবিটির অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুচরিতাকে। তিনি মুক্তিযোদ্ধার মা ও বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করছেন। এ ছবি নিয়ে ফেরদৌস বলেন, 'মুক্তিযুদ্ধের ছবির প্রতি সব সময়ই আমি আকর্ষণ বোধ করি। তাছাড়া এতে আমার চরিত্র ও গল্পটি ভালো লেগেছে। দর্শক এখানে আমাকে নতুনভাবে দেখতে পাবেন।' এ ছবি প্রসঙ্গে পরিচালক মারুফ হাসান আরমান বলেন, 'দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে ছবিটির শুটিং শুরু করতে যাচ্ছি। এ ছবির অভিনয় শিল্পীরা প্রত্যেকে আগে থেকেই চরিত্র নিয়ে ভাবছেন। আমার বিশ্বাস, ছবিটি মুক্তি পেলে দর্শক মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নারী নির্যাতনের ভয়াবহতার নতুন একটি চিত্র দেখতে পাবেন।' ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, পীযুষ বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টপাধ্যায়, নবাগতা সুমনা, মৌমিতা, জান্নাত, জয়িতা প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়