Friday, October 24

আবারও শাহরুখ-দীপিকা হবে কি স্বপ্নপূরণ!


বিনোদন ডেস্ক চারদিকে আবারও চাপা উত্তেজনা। দেওয়ালির আসর মাতাতে গত বছরের মতো আবারও হানা দিতে যাচ্ছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটি। ‘চেন্নাই এক্সপ্রেস’ দিয়ে যেমন ধুন্ধুমার সাড়া ফেলেছিলেন, ঠিক তেমনি ‘হ্যাপি নিউ ইয়ার’ দিয়েও এমনি প্রভাব তৈরি করার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। আর যথেষ্ট আশাবাদ শাহরুখ শিবিরে। ইতিহাস পর্যালোচনা করলেও শাহরুখের দেওয়ালি ভাগ্যে দেখা মেলে বেশ বড় বড় সাফল্য। এ পর্যন্ত মুক্তি পাওয়া নয়টি দেওয়ালি ফিল্মে শাহরুখ পেয়েছেন অসাধারণ সাফল্য। উদাহরণ হিসেবে যেখানে খুব সহজেই উঠে আসে সর্বপ্রথমের ‘বাজিগর’, ‘কুচ কুচ হোতা হ্যায়’ কিংবা সর্বশেষ ‘ওম শান্তি ওম’ এর মতো সুপার হিট ব্লকবাস্টারের। আর সেই ধারাবাহিকতায় এবারও যে ব্যত্যয় হবে না- সেটা মোটামুটি ধরেই নিয়েছেন শাহরুখ কিংবা ফারাহ খানের পরিচালনা পর্ষদ। আগেভাগে সিনেমা হলগুলোর প্রিবুকিং তেমনি সূচকের সম্ভাবনা দেখাচ্ছে। ভারতের বড় শহরগুলোর মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনগুলোতে দুই দিন বাকি রেখেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। আর এর মাধ্যমে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে, হ্যাপি নিউ ইয়ারের ওপর দর্শকের প্রত্যাশা কেমন তুঙ্গে গিয়ে ঠেকেছে। আর পুরো টিমও প্রচারণার দৌড়ে নিজেদের এগিয়ে রাখতে চেষ্টার কমতি করছে না। পুরো সিনেমার ইউনিট নিয়ে ভারতের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন শাহরুখ আর ফারাহ খান। মাঝে পায়ে ব্যথা পেয়ে খানিকটা বাধার মুখে পড়লেও শেষ পর্যন্ত সেই ব্যথা নিয়েই অব্যাহত রেখেছেন প্রচারণার দৌড়। মাঝে অবশ্য দিয়া মির্জার বিয়েতে কিছুটা অপবাদের ভাগীদার হয়ে চাপ সামলাতে হয়েছে। কথা উঠেছিল রেড চিলিজ আর ফারাহর পক্ষ থেকে ছুটি মেলেনি বলে নাকি বোমান ইরানি দিয়াকে কন্যাদানের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। বিষয়টা কি এন্টি শাহরুখদের নিখাদ বিষোদ্গারের ফল নাকি সেখানে খানিকটা সত্যও বিদ্যমান- সেটা অবশ্য এখনও অনেকটাই অনুমানসাপেক্ষ। তবে সবকিছুর সম্মিলিত হিসাবের ফলেও দেখা যাচ্ছে, জনমনে এ বছর শেষ না হতেই হ্যাপি নিউ ইয়ার নিয়ে ব্যাপক উত্তেজনা। কিন্তু আখেরে ফলটা কী জোটে? ‘ব্যাং ব্যাং’, ‘হায়দার’, ‘কিক’ কিংবা বছরের বাকি অংশে মুক্তি প্রতীক্ষিত ‘পিকে’র সঙ্গে যোগ্যতম লড়াইয়ের মাধ্যমে আসলেই কি বর্ষসেরার খাতায় নাম লেখাতে পারবেন শাহরুখ-দীপিকা? দেখাই যাক, সময়ের খাতায় বক্স অফিসের নিয়ন্ত্রণে কী লেখা হয় তাদের ভাগ্যের পরিহাসে! তথ্যসূত্র : কলকাতা ২৪, জিনিউজ, টাইমস অব ইন্ডিয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়