Sunday, October 26

বদলে যাচ্ছে নোকিয়ার নাম!


তথ্য প্রযুক্তি ডেস্ক: নয়াদিল্লি: দীর্ঘ কয়েকমাস টানাপোড়েনের পর অবশেষে বদলে যাচ্ছে নোকিয়ার নাম। নতুন নাম দেওয়া হচ্ছে মাইক্রোসফট লুমিয়া। এর আগেই এই নতুন নামের বিষয়টি ঘোষণা করা হয়েছিল মাইক্রোসফটের পক্ষ থেকে। ফ্রান্সের প্রথম এই পরিবর্তিত নাম ব্যবহার করা শুরু হবে। ইতিমধ্যেই ফ্রান্সের নোকিয়া সংস্থা রাদের ফেসবুক, ট্যুইটার সব পেজেই নতুন নাম ব্যবহার করতে শুরু করেছে। লুমিয়া ফোনগুলি থেকে ‘নোকিয়া’ লোগোও মাইক্রোসফট ছেঁটে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই ব্যাপারে এখনও কোনও সঠিক খবর আসেনি। নোকিয়ার স্মার্টফোনের বিভাগটিতেই একমাত্র এই পরিবর্তিত নাম ব্যবহার করা হবে। নেটওয়ার্ক,ম্যাপিং ইত্যাদি বিভাগে নোকিয়া নামটিই থাকবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়