নাটোর : নাটোরের বড়াইগ্রামে স্মরণকালের ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৩৪ জনের পরিবারে চলছে শোকের মাতম। জানাজা আর দাফনের সময় স্বজন আর জনতার উচ্চস্বরে কান্নায় ভারি হয়ে ওঠে এলাকার বাতাস।
ইতোমধ্যে ৩৪ জনের মধ্যে ৩৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। এর মধ্যে গুরুদাসপুরের সিধুলী গ্রামে এক পরিবারের ছয় ভাইসহ ১৪ জন, শিকারপাড়া ফাজিল মাদরাসার প্রভাষক রেজাউল করিম, বৃ-চাপিলা গ্রামের বাবুল (৪০), আব্দুল আওয়াল (৩০), পাটপাড়া গ্রামের জকের আলী, সোনাবাজু গ্রামের আবু হানিফ, চাঁচকৈড় বাজারের আবুল খায়ের (৬৫) এবং অথৈ পরিবহনের বাসের মালিক ও চালক আলম হোসেন (৪০), পৌর সদরে এলজিইডির একজনের দাফন হয়েছে।
অন্যদিকে বড়াইগ্রাম উপজেলার পিঙ্গইনে মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের, সংগ্রামপুরে আব্দুর রহমান (৪৫) ও তার স্ত্রী আরিফা বেগমের, বাজিতপুর গ্রামে আয়নাল হক (৩২) ও কিসমত আলীর (৪৫), জালশুকা গ্রামে মনিরুল ইসলাম ও তার ভাগ্নি সেবা ওরফে মোহনার (৮) এবং তারানগর গ্রামে কলেজ শিক্ষক জামাল হোসেন ও তার মেয়ে জান্নাতী খাতুনের (৬) জানাজা ও দাফন হয়েছে।
দূর্ঘটনায় নিহত এলজিইডির গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমানের লাশ রাতেই কুষ্টিয়ায় তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তার।
সিধুলী গ্রামে ১৪ জনের দাফন : নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৪ জনের মধ্যে ১২ জনের জানাজা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এবং অপর দুজনের জানাজা জোহরের নামাজের পর সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হয়েছে। স্থানীয় গোরস্থানে একই সঙ্গে ১২টি এবং অন্যপাশে দুটি কবরে তাদেরকে দাফন করা হয়। জানাজার জন্য বাড়ি থেকে লাশগুলো স্কুল মাঠে নেওয়ার সময় পুরো সিধুলী গ্রামে কান্নার রোল পড়ে যায়।
জানাজার আগে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস ও উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লা। জানাজায় এলাকার সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারন মানুষ অংশ নেন।
এখনো দুজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন গ্রামের মানুষ।
গ্রামে গ্রামে শোক : দূর্ঘটনায় নিহত একই উপজেলার এলজিইডির উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমানের লাশ রাতেই উপজেলা প্রশাসন তার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে পাঠিয়েছে আর একই দপ্তরের নিহত অফিস সহকারী রেজাউল করিমের জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গুরুদাসপুর শহীদ শামসুজ্জোহা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসকে রাষ্ট্রীয় মর্যাদায় তার গ্রামের বাড়ি বড়াইগ্রাম উপজেলার পিঙ্গইনে দাফন করা হয়েছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শরিফুননেছা উপস্থিত ছিলেন।
সংগ্রামপুরে দাফন হয়েছে আব্দুর রহমান (৪৫) ও তার স্ত্রী আরিফা বেগমের। একই এলাকার বাজিতপুর গ্রামে আয়নাল হক (৩২) ও কিসমত আলীর (৪৫) দাফন হয়েছে। একই সময়ে পার্শ্বর্¦বর্তী জালশুকা গ্রামের মনিরুল ইসলাম ও তার ভাগ্নি সেবা ওরফে মোহনার (৮) দাফন সম্পন্ন হয়েছে। সবকটি স্থানে দাফনের সময় স্বজন ও গ্রামবাসীর কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে।
Tuesday, October 21
এ সম্পর্কিত আরও খবর
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল ও আজমিরিগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক জেএসসি পরীক্ষার্থীসহ ছয়জ
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত শ্রীমঙ্গল প্রতিনিধি, মঙ্গলবার, ২৪ মে ২০১৬ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকসা ও মিনি
একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ, কমেছে দাম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ। আমদানি বাড়ায় একদিনের ব্যব
শিক্ষক খুন: ১১ জনের ১০ দিনের রিমান্ড আবেদন রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যা
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য আগামীকাল (মঙ্গলবার, ৩ ডিসেম্বর) নির্ধারণ করা হবে।
চসিক নির্বাচন : প্রচারণায় লুকোচুরি, মাঠে সবাই চট্টগ্রাম: সময় খুব বেশি নেই। রয়েছে নির্বাচন কমিশনের বিধি-নিষেধও। তাই সুকৌশলে নিজের পক্ষে প্রচ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়