সিরাজগঞ্জ: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে ইবোলা সংক্রমণের আশঙ্কা না থাকলেও এই ভাইরাস ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
শনিবার সিরাজগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
নাসিম বলেন, ইবোলা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে থার্মাল স্ক্যানার মেশিন স্থাপন করা হবে। ভাইরাস সনাক্ত করতে ছয়টি স্ক্যানার মেশিন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্য তিনটি স্ক্যানার বিমানবন্দরে স্থাপন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইবোলা ভাইরাস মোকাবেলায় দেশের বিভিন্ন স্থানে ২৫টি দল কাজ করছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সরকার প্রস্তুত রয়েছে। দেশে আরো ১১টি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিরাজগঞ্জে এম মনসুর আলী মেডিক্যাল কলেজের ক্লাস চলতি সেশন থেকেই শুরু হবে। এ সময় স্বাস্থ্য সেবার মান বাড়াতে প্রত্যেক ডাক্তারকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন ও সিভিল সার্জন ডা. শামসুদ্দিন প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়