Sunday, October 26

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় নারী ও চিপসসহ আটক


কানিউজ ডেস্ক: দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক ঘটনায় ভারতীয় নাগরিক এক নারীকে ও ভারতীয় চিপসসহ এক ট্রাকচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নাজিম উদ্দিন জানান, আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে অনুপ্রবেশের দায়ে শ্যামলী দাস নামে (৫২) এক নারীকে আটক করা হয়। তার বাড়ি ভারতের উত্তর দিনাজপুরের (রায়গঞ্জ) চোপড়া থানার দাসপাড়া গ্রামে। তিনি ২৫৮ নং মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তার কাছে অবৈধ কোনো মালামাল পাওয়া যায়নি। চিঠি দিয়ে তাকে আটকের বিষয়টি ভারতের সীমান্তরক্ষি বাহিনী বিএসএফকে জানানো হয়েছে। এদিকে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়কুড়ে ও লেইজ ব্র্যান্ডের প্রায় ৩ হাজার প্যাকেট ভারতীয় চিপস পাচারের সময় একটি মিনি ট্রাক আটক করে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাহিলি বাজারের পাশ থেকে ট্রাকটিকে আটক করা হয়। আটককৃত চিপসের মূল্য প্রায় ১১ লাখ টাকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়