Sunday, September 7

ঢাকা মহানগর বিএনপির যৌথসভা সোমবার


স্টাফ রিপোর্টার: নগর বিএনপি’র পুনর্গঠন সংক্রান্ত অগ্রগতি জানতে যৌথসভা ডেকেছে ঢাকা মহানগর বিএনপি। রোববার ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল এ কথা জানান। আগামিকাল সোমবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল এই সভায় ঢাকা মহানগর বিএনপির উপদেষ্টা, যুগ্ম আহবায়কবৃন্দ ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, মহানগর বিএনপিকে পূনর্গঠনের জন্য ঢাকাকে ১৫ টি এলাকায় ভাগ করে সংগঠনটির শীর্ষ নেতাদের সমন্বয়ে টিম তৈরী করে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্বের অগ্রগতি ও কাজের সমন্বয় নিয়ে আলোচনার জন্যই এ বৈঠক আহ্বান করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়