Tuesday, September 9

বহিরাগতদের দিয়েই সিলেট জেলা ছাত্রলীগের কমিটি!


সাইফুর তালুকদার,সিলেট: জেলা আওয়ামী লীগের নেতাদের মতামত উপেক্ষা করে বহিরাগতদের দিয়েই নব গঠিত জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের একাধিক পদবঞ্চিত নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের কমিটি গঠনে সিলেটের ১৩টি উপজেলার নেতাকর্মীদের মতামত এবং সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার কথা ছিলো। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারাও ঐক্যমত ছিলেন। কিন্তু সোমবার ঢাকা থেকে ঘোষণাকৃত কমিটিতে এই মতামতকে গুরুত্ব দেয়া হয়নি। নব গঠিত কমিটির ১০ জনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় জনই সিলেট জেলার স্থায়ী বাসিন্দা নন বলে জানান তারা। এর মধ্যে নব গঠিত কমিটির সভাপতি শারিয়ার আলম সামাদের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় আর সাধারণ সম্পাদক রায়হানের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে। এদিকে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। পদ পাওয়া নেতাকর্মীরা সন্তুষ্ট হলেও পদবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তবে এখনো প্রকাশ্যে কেউ ক্ষোভ প্রকাশ করতে পারছেন না। কারণ হিসেবে জানা গেছে, কেন্দ্রীয় সভাপতি সোহাগ কঠোর হুঁশিয়ারি করে বলেছেন- কমিটির বিরুদ্ধে বিদ্রোহের কোন সুযোগ নেই। যারা বিদ্রোহ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জেলা কমিটিতে সভাপতি পদ প্রত্যাশী ছিলেন এমন একাধিক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘোষিত কমিটি অযোগ্য। সাধারণ নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। সভাপতির বাড়ি কুলাউড়া, সাধারণ সম্পাদকের বাড়ি জগন্নাথপুরে, যুগ্ম সম্পাদকের বাড়িও সুনামগঞ্জে। বহিরাগতদের দিয়ে সিলেট জেলা ছাত্রলীগ চলতে পারে না বলে অভিযোগ করেন তারা। পদ বঞ্চিত নেতারা আরও বলেন, সিলেটের বাইরের জনশক্তি দিয়ে জেলা ছাত্রলীগের কমিটি গঠন মোটেই ঠিক হয়নি। এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে। বিশেষ করে লেখাপড়ায় সিনিয়র অনেককেই ছাত্রলীগের এই কমিটিতে সঠিক মল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ এসব নেতাদের। তবে নতুন কমিটির সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বলেন, সাংগঠনিক নিয়ম নীতি অবলম্বন করে প্রকৃত ছাত্র এবং বয়স সর্বোচ্চ ২৯ বছরের মধ্যে আর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দেখে কেন্দ্রীয় নেতারা পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে সময়োপযোগী কমিটি উপহার দিয়েছেন। কেন্দ্র ঘোষিত কমিটির বিরুদ্ধে বিদ্রোহ করার কোন সুযোগ নেই। খুব শীঘ্রই তৃণমূল পর্যায় থেকে প্রকৃত ছাত্রদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটির সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা সিলেট জেলা ছাত্রলীগের ঐতিহ্য ধরে রাখব। কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সম্পর্কে জেলা সভাপতি বলেন, যারা কমিটির বিরুদ্ধে কথা বলবে তারা ছাত্রলীগের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা গুপ্তচর। প্রকৃত ছাত্র ও রাজপথের পরীক্ষিতদের নেতাদের দিয়েই কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত রবিবার কমিটি গঠনকে কেন্দ্র করে সিলেট সফর করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তারা পদপ্রত্যাশী নেতাদের বায়োডাটা সংগ্রহ করেন। পরে ঢাকায় ফিরে গিয়ে গতকাল সেমাবার রাতে সিলেট জেলা কমিটি ঘোষণা করেন। প্রসঙ্গত, ২০১০ সালের ১৮ অক্টোবর পংকজ পুরকায়স্থকে সভাপতি ও ফরহাদ হোসেন খাঁনকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। পরে সিলেট এমসি কলেজ ছাত্রবাস পুড়িয়ে দেয়ার কারণে পংকজকে বহিষ্কার করা হলে হিরণ মাহমুদ নিপুকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। সেই থেকে বিভিন্ন বিতর্কিত কর্মকা-ে জড়িয়ে পড়ে ছাত্রলীগ। সর্বশেষ ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়। ``ঢাকাটাইমস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়