Sunday, September 7

শীর্ষে ভিলিয়ার্স ৩১ এ সাকিব


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: আইসিসি ওডিআই ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলো দ.আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। সম্প্রতি তার নেতৃত্বে জিম্বাবুয়েতে ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারায় প্রোটিয়ারা। ৮৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন ডি ভিলিয়ার্স। ২১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছেন তার স্বদেশী হাসিম আমলা। আর ইংল্যান্ড সিরিজে বাজে ব্যাটিং করলেও তিন নম্বরেই আছে ভারতের বিরাট কোহলি। ৫৯৯ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে থাকা বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন সাকিব আল-হাসান। আর ৫৮২ ও ৫৭৭ পয়েন্ট নিয়ে ৩৪ ও ৩৯ নম্বরে আছেন যথাক্রমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়