স্পোর্টস রিপোর্টার,ঢাকা:প্রতিবারই বাংলাদেশ কন্টিনজেন্ট বিভিন্ন মিটে অংশ নেয়। আর যাবার আগে বড় বড় কথা বলে যায়। তবে এবার লক্ষ্যনীয় ব্যাপার হলো কোন ইভেন্টেই পরিষ্কার করে কোন লক্ষ্যের কথা বলে যাচ্ছে না। দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত এশিয়াডে গ্রুপ প্রতিপক্ষ আফগানিস্তানকে হারাবার লক্ষ আর ভালো খেলার প্রত্যয় প্রকাশ করলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম।
রোববার রাতে দক্ষিণ কোরিয়া রওনা দেবে ২০ জন ফুটবলার ও ৪ জন কোচ-কর্মকর্তাসহ মোট ২৪ সদস্যের বাংলাদেশ দল।
এশিয়ান গেমসের এবারের আসর শুরু হবে ১৯ সেপ্টেম্বর। তবে ফুটবল মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর। দক্ষিণ কোরিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেও সেখানে যাচ্ছেন মামুনুলরা।
বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, হংকং ও আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে এশিয়ান গেমস শুরু করবে বাংলাদেশ। ১৮ সেপ্টেম্বর উজবেকিস্তান ও ২২ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে খেলবে মামুনুলরা।
এশিয়ান গেমস থেকে বড় কোনো সাফল্য আশা করছেন না বাংলাদেশের কোচ লোডভিক ডি ক্রুইফের।
এখনই কোনো কিছু পাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি না। কেননা আমাদের গ্রুপটা বেশ কঠিন। তবে কিছু পাওয়ার আশা নিয়ে যাচ্ছি আমরা।
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে এক মাসেরও বেশি সময় ধরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ৬টি প্রস্তুতি ম্যাচও খেলেছেন মামুনুল-জুয়েলরা।
বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামও বড় কোনো স্বপ্ন দেখছেন না। তবে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এশিয়ান গেমসে আমরা একটা দল হয়ে খেলতে চাই। এক সঙ্গে গত পাঁচটা সপ্তাহ আমরা অনুশীলন করেছি। ফলে নিজেদের মধ্যে বোঝাপড়াটা আগের চেয়ে বেশ ভালো।
প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তানকে হারাতে চান মামুনুল।
ব্রাজিল বিশ্বকাপের উদাহরণ টেনে তিনি বলেন, গত বিশ্বকাপে আমরা দেখেছি বড় দল বলে কোনো কিছু নেই। অনেক ছোট দলই ভালো খেলেছে। এশিয়ান গেমসে আমাদের গ্রুপটা কত শক্তিশালী তা নিয়ে ভেবে লাভ নেই। আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই। আমাদের প্রথম ম্যাচের লক্ষ্য আফগানিস্তানকে হারানো।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়