Sunday, September 7

‘মিথ্যুক নওয়াজকে আদালতে হাজির করব’


কানিউজ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আদালতের কাঠগড়ায় হাজির করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ইমরানের অভিযোগ, পিটিআইয়ের পাঁচ দফা দাবি আমলে না নেওয়ার পাঁয়তারা করছে ক্ষমতাসীন পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ)। তার চেয়েও বড় কথা, সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন নওয়াজ শরীফ। গতকাল শনিবার রাজধানীর ইসলামাবাদে ডি-চকে চলমান অবস্থান কর্মসূচিতে দলের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইমরান খান এ সব কথা বলেন। আজ রবিবার পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। ইমরান খান বলেন, ‘পিটিআইয়ের লিখিত পাঁচ দাবি সরকার গ্রহণ করেছে। অথচ মুখে বললেও লিখিত কোনো উত্তর দেয়নি সরকার।’ ইমরান খান তাই হুঁশিয়ারি দেন, ‘পিটিআই, পিএটি (পাকিস্তান আওয়ামী তেহরিক) ও সেনাবাহিনীকে মিলিয়ে সাধারণ অধিবেশনের মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন নওয়াজ শরীফ। তাই প্রধানমন্ত্রী হিসেবে তাকে অযোগ্য ঘোষণার জন্য সুপ্রিমকোর্টের কাছে আরজি করবে পিটিআই।’ চীনা প্রেসিডেন্টের (শি জিনপিং) পাকিস্তান সফর নিয়েও সরকার মিথ্যা কথা বলছে। আসলে পাকিস্তানে সফর করার কোনো পরিকল্পনাই ছিল না চীনা প্রেসিডেন্টের। ইমরান খান আরও অভিযোগ করেন, সংসদে অর্থমন্ত্রী ইশাক ডারও মিথ্যা বলেছেন। অর্থমন্ত্রী বলেছেন, গত বছর প্রবৃদ্ধি বেড়েছে ৪.১ শতাংশ। ইমরান খান মনে করিয়ে দেন, অথচ এর আগে আইএমএফের (ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড) কর্মকর্তাদের কাছে ২০১৩-১৪ বর্ষে ৩.৩ শতাংশ প্রবৃদ্ধির কথা বলেছিলেন ইশাক ডার। ইমরান খান বলেন, ‘আজ (শনিবার) পিটিআইয়ের অবস্থান কর্মসূচির ২৩তম দিন। পিটিআইয়ের দাবি-দাওয়া মেনে নিতে আমি নওয়াজ শরীফকে বাধ্য করেই ছাড়ব।’ পিটিআই সত্যিকারের বিরোধী দলের ভূমিকা পালন করবে উল্লেখ করে ইমরান খান বলেন, নওয়াজ শরীফ পদত্যাগ না করা পর্যন্ত ডি-চক ছাড়বেন না তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়