হবিগঞ্জ প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে জাতীয় পার্টি ছাড়া আর কোনো দল নেই।
রোববার দুপুরে হবিগঞ্জ যাওয়ার পথে মাধবপুরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত পথসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, জাতীয় পার্টির পালে হাওয়া লেগেছে। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে। তাই সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা আত্মবিশ্বাসী হচ্ছে।
তিনি বলেন, ‘জাতীয় পার্টির অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষ এখন দু’দলকে দেখতে চায় না।
তিনি আরও বলেন, ‘আমরা এখন বিরোধী দলে রয়েছি। তবে বিরোধী দলে থেকে সরকারের মন্ত্রী হওয়া ঠিক নয়। সরকারে জাতীয় পার্টির মন্ত্রী থাকবে কি না সময় হলে সিদ্ধান্ত নেব।’
উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী কদর আলীর মোল্লার সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মনির, পৌর সভাপতি মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক কবীর ভুইয়া, যুব সংহতির সভাপতি কাউছার আহাম্মেদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
Sunday, September 7
এ সম্পর্কিত আরও খবর
আরেকবার সুযোগ চান মনজুর চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক পাওয়ার পর শুক্রবারে মাঠে নেমেছেন বিএনপি স
চুলায় পুড়ে শিশুর মৃত্যু যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলে চুলায় পুড়ে আবু বক্কর (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্প
বঙ্গভবনে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বক্তব্য দিয়ে ‘দুঃখিত’ রিজভী বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন বিএনপি
ঢাবি'তে ভর্তির সুযোগ দাবিতে সিলেটে মানববন্ধন কানাইঘাট নিউজ ডেস্ক: পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার গত বুধব
৭ মার্চের মহিমাকে কোনো অজুহাতে খর্ব করা যাবে না: রবকানাইঘাট নিউজ ডেস্ক: ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য ও মহিমাকে কোনো অজুহাতে খর্ব না করার আহ্বান জান
বিদ্যুৎহীন চট্রগ্রাম চট্টগ্রাম: চট্রগ্রামের হাটহাজারী সাব স্টেশনে একটি ট্রান্সফরমারে আগুন লাগার পর থেকে বিদ্যুৎহীন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়