Sunday, September 7

জাতীয় পার্টির পালে হাওয়া লেগেছে, আগামীতে ক্ষমতায় যাবে: এরশাদ


হবিগঞ্জ প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে জাতীয় পার্টি ছাড়া আর কোনো দল নেই। রোববার দুপুরে হবিগঞ্জ যাওয়ার পথে মাধবপুরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত পথসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, জাতীয় পার্টির পালে হাওয়া লেগেছে। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে। তাই সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা আত্মবিশ্বাসী হচ্ছে। তিনি বলেন, ‘জাতীয় পার্টির অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষ এখন দু’দলকে দেখতে চায় না। তিনি আরও বলেন, ‘আমরা এখন বিরোধী দলে রয়েছি। তবে বিরোধী দলে থেকে সরকারের মন্ত্রী হওয়া ঠিক নয়। সরকারে জাতীয় পার্টির মন্ত্রী থাকবে কি না সময় হলে সিদ্ধান্ত নেব।’ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী কদর আলীর মোল্লার সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মনির, পৌর সভাপতি মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক কবীর ভুইয়া, যুব সংহতির সভাপতি কাউছার আহাম্মেদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়