তথ্য প্রযুক্তি ডেস্ক: আপনি হয়তো মোবাইলে বাবাকে ভুলবশত এমন কোনো ম্যাসেজ পাঠিয়ে বসলেন, যা পাঠানো উচিৎ হয়নি। এ বিপদ থেকে আপনাকে বাঁচাতে সম্প্রতি একটি নতুন মোবাইল অ্যাপ আবিষ্কার হয়েছে।
এই অ্যাপটি ব্যবহার করে আপনার বাবা ওই অনাকাঙ্ক্ষিত ম্যাসেজটি দেখার আগেই তার মোবাইলের ইনবক্স থেকে আপনি তাৎক্ষণিক সেটি মুছে ফেলতে পারবেন।
অ্যাপটির নাম ‘ইনভিজিবল টেক্সট’। কয়েকদিনের মধ্যেই অ্যাপটি বাজারজাত হতে যাচ্ছে। এই অ্যাপটি ব্যবহার করে কাউকে আপনি ইতোমধ্যেই পাঠিয়ে দেয়া ম্যাসেজটি প্রাপক দেখার আগেই মুছে ফেলতে পারবেন। তবে এর জন্য যাকে ম্যাসেজটি পাঠিয়েছেন তার মোবাইলেও এই অ্যাপটি থাকতে হবে।
এই অ্যাপটি ব্যবহার করে আপনি ভিডিও, টেক্সট ও ভয়েস ম্যাসেজ পাঠানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যেই তা পড়া বা দেখা না হলে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার জন্যও টাইমার সেট করে দিতে পারবেন।
এই অ্যাপটি এন্ড্রয়েড, আইওএস ও ব্ল্যাকবেরি মোবাইল ডিভাইসে ব্যবহারযোগ্য।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়