Wednesday, September 3

‘নদী দখল ও দূষণকারী এ যুগের রাজাকার’


কানিউজ ডেস্ক : ‘মুক্তিযুদ্ধের সময় যারা প্রাণহানি ঘটিয়েছিল, তাদেরকে আমরা রাজাকার বলি। নদীরও প্রাণ আছে। তাই নদীকে যারা দখল ও দূষণের মধ্য দিয়ে ধ্বংস করছে, হত্যা করছে, তাদের এ যুগের রাজাকার আখ্যায়িত করাই সমীচীন’ বললেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ বুধবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) টাওয়ারে জাতীয় নদী রক্ষা কমিশন কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। জাতীযয় নদী রক্ষা কমিশন অনুষ্ঠানটির আয়োজন করে। নদীর দখল ও দূষণ রোধে গত বছর জাতীয় নদী রক্ষা কমিশন আইন পাস হয়। এর পর থেকে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়। শাজাহান খান বলেন, ‘নদী দখলমুক্ত করাই আমাদের চ্যালেঞ্জ। নদী দখলমুক্ত করার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইতিমধ্যে টাস্কফোর্সের ২৬টি সভা হয়েছে। এই সভার সিদ্ধান্তের আলোকে ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’ নদীকে ‘মা’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নদীকে বাঁচালে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে। তাই স্লোগান হওয়া উচিত—নদী বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও!’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়