Sunday, September 7

বাঘ রক্ষায় ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন


স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র রক্ষার পাশাপাশি বাঘ রক্ষায় আন্তর্জাতিক সম্মেলণের আয়োজন করা হয়েছে। আগামী ১৪-১৬ সেপ্টেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনার গাঁ হোটেলে এ সম্মেরন অনুষ্ঠিত হবে। বোবারার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. নজিবুর রহমান এর সভাপতিত্বে বাঘ রক্ষায় আন্তর্জাতিক সম্মেলন বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুস্ঠিত হয়েছে। বাঘের বিচরণ আছে এ রকম ১৩ টি দেশের প্রতিনিধিদের নিয়ে সভায় স্ব-রাষ্ট্র ও পররাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়েছে, সম্মেলনে ১৩ টি দেশ ছাড়াও বিশ্বব্যাংক ও অন্যান্য দাতা সংস্থা অংশগ্রহণ করবে। ১৪ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রতিনিধিসহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের ১৪২ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। সম্মেলন শেষে ১৬ই সেপ্টেম্বর সকালে এ সংক্রান্ত ‘ঢাকা রিকমন্ডেশন্স’ গৃহীত হবার কথা রয়েছে। উল্লেখ্য, পৃথিবীর মাত্র ১৩ টি দেশে এখন বাঘের অস্তিত্ব রয়েছে। এই ১৩টি বাঘ সমৃদ্ধ দেশকে ঞরমবৎ জধহমব ঈড়ঁহঃৎু (ঞজঈ) বলা হয়। এর মধ্যে বাংলাদেশ, ভারত, বার্মা, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস, ভূটান, নেপাল ও রাশিয়া অন্যতম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়