Wednesday, September 3

সেমিতে এই প্রথম পেং


স্পোর্টস রিপোর্টার,ঢাকা:ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন মেয়েদের সাবেক এক নম্বর খেলোয়াড় ডেনমার্কের স্বর্ণকেশী কারোলিন ওজনিয়াকি। সারা এররানিকে হারিয়ে শেষ চারে ওঠা ডেনমার্কের এই তারকার প্রতিপক্ষ চীনের পেং শুয়াই। ক্যারিয়ার এই প্রথম কোন গ্র্যান্ডস্ল্যামে সেমিতে উত্তীর্ণ হলেন চীনের এই সুন্দরী। মঙ্গলবার ফ্লাশিং মিডোতে টুর্নামেন্টের দশম বাছাই ওজনিয়াকি ইতালির এররানিকে সহজেই ৬-০, ৬-১ গেমে হারান। ম্যাচটি শেষ করতে তিনি সময় নেন মাত্র ৬৫ মিনিট। পেং শেষ আটে হারান সুইজারল্যান্ডের তরুণী বেলিন্দা বেনচিচকে। মেয়েদের বিশ্ব র‌্যাংঙ্কিংয়ের ৩৯ নম্বরে থাকা পেংয়ের জয়টি ৬-২, ৬-১ গেমের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়