কুয়াকাটা: কুয়াকাটার পর্যটন পল্লী গঙ্গামতিতে ঘেরে চুরি করে মাছ ধরতে গিয়ে দুই সন্তানের জনক আবু সালেহ (২৭) নামক এক যুবকের রহস্যজনক মুত্যুর ঘটনা ঘটেছে । পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে ৯টার দিকে দুই সন্তানের জনক দিন মজুর আবুছালেহ(২৭) বাড়ীর পাশে ওই এলাকার ইউপি সদস্য মালেক ফকির এর মাছের ঘেরে মাছ ধরতে গেলে সেখান থেকে অচেতন অবস্থায় ভগ্নি পতি আবু বকর সহ পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে রাত দুইটার দিকে মারা যায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান ও সহকারী পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) মইনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত আবু সালেহ কে উদ্ধারকারী চাচাত ভগ্নিপতি আবু বকর জানান, রাত ৯ টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় গোমরানীর শব্দ পেয়ে দৌড়ে গেলে ঘেরের পাশে অর্ধেক পানির মধ্যে এবং বাকি অংশ পানির উপরে অচেতন কোমরে মইয়া জালের দড়ি বাধা অবস্থায় পরে রয়েছে। পরে পরিবারের লোকজন নিয়ে আবু ছালেহ কে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সেখানেই মুর্ত্যু হয়। তবে পরিবারের লোকজন দাবি করছেন আবু সালেহ কে কোন মানুষে মাওে নাই,শয়তানে মেরে ফেলেছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মইনুল হক এ প্রতিনিধিকে জানান,লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ও পিঠে রক্তের দাগ সহ আঘাতের চিহ্ন এবং মলদ্বারে ময়লা রয়েছে। ময়না তদন্তের পর বলা যাবে হত্যা না অন্য কিছু।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়