স্টাফ রিপোর্টার: বাংলাদেশী সিনেমার হার্ট হ্যাকার নায়ক সালমান শাহের স্মরণোৎসব ঘিরে পাঁচ দিনের আয়োজনের উদ্বোধনী দিনে ঘোষণা এসেছে ভারতীয় সিনেমার আগ্রাসন ঠেকানোর। তবে সেটি ঠেকানোর আপাতত ‘অসম্ভবকে সম্ভব করা’ খ্যাত নায়ক অন্তত জলিলের কথা বলা হচ্ছে।
নায়ক অনন্ত জলিল বলেন, আমি যদি ছবি বানাই, তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছবি রিলিজ হয়। এগুলো বিশ্বজুড়ে রিলিজ হয়। কারণ আমি জানি, মার্কেটিং কিভাবে করতে হয়।
সালমান শাহ স্মরণ উৎসব-২০১৪ তে অংশ নিয়ে গতকাল শনিবার বলেন, অনন্ত থাকতে বাংলাদেশে ভারতীয় সিনেমা রাজত্ব চালাবে এটা হতে পারে না। অনন্ত সেটা হতে দিবে না।
বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্রের ‘আগ্রাসন’ ঠেকাতে বছরে চারটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক-নায়ক অনন্ত জলিল। তবে চারটির মধ্যে মাত্র একটি চলচ্চিত্রে নিজে অভিনয় করবেন বলে জানান অনন্ত।
তিনি আরো বলেন, আগামী বছর থেকে বছরে তিনটা ছবিতে মুনসুন ফিল্মস বিনিয়োগ করবে। এখানে নবাগতরা থাকবে, যেগুলোতে আমি অভিনয় করবো না। পাশাপাশি আমার নিজের একটি ছবি থাকবে।সিনেমার জন্য নতুন মুখ খুঁজে বের করতে মুনসুন ফিল্মসের পক্ষ থেকে ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনাও জানান অনন্ত।
রাজধানীর বলাকা সিনে ওয়ার্ল্ডে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে স্মরণ করে অনন্ত বলেন, তিনি একজন রিয়েল হিরো ছিলেন। চলচ্চিত্রের দুর্দিনে তিনি এসেছিলেন।
আমি তার প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ শ্যামলী ও বলাকা সিনেমা হলে দুই বার দেখেছিলাম। তিনি তার প্রথম ছবির মতোই কেয়ামত থেকে কেয়ামত বেঁচে থাকবেন।
Sunday, September 7
এ সম্পর্কিত আরও খবর
সম্মান ও মর্যাদা বাড়ে যে-সব কাজে মানুষকে সৃষ্টি করা হয়েছে সম্মানিত করে। তবে এ সম্মান অর্জন ও সংরক্ষণের দায়িত্ব মানুষের। বিশেষ
ভুলের জন্য ক্ষমা চাইলেন সাদিয়া আয়মান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ফেসবুক লাইভ কাণ্ডে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প
জীবন পথের সঙ্গী খুঁজছেন বাঁধন! এই মুহূর্তে বাংলা শোবিজের অন্যতম আলোচিত নাম আজমেরী হক বাঁধন। নেপথ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান
কলকাতায় পরীমনির সিনেমার পোস্টার দিয়ে দুর্গাপূজার গেট ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা নায়িকা পরীমনি। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছ
কঠিন বিপদে যে দোয়া পড়েছিলেন ইব্রাহিম (আ.) ও মুহাম্মাদ (সা.) ইসলামের শিক্ষা হলো, ভালো ও খারাপ সব অবস্থায় মহান রাব্বুল আলামিন আল্লাহর ওপর ভরসা করতে হব
কাকে থাপ্পড় মারতে চান মাহি? চিত্রনায়িকা মাহিয়া মাহি একের পর এক ফটোশুটে উত্তাপ ছড়াচ্ছেন ভক্তদের হৃদয়ে। কিছুদিন আগেও তিনি ক
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়