Tuesday, September 9

মুরাদনগরে পুকুরে বিষ প্রয়োগে ১০ লক্ষ টাকার মাছ নিধন


মুরাদনগর(কুমিল্লা): কুমিল্লার মুরাদনগর উপজেলার জানঘর গ্রামে গত সোমবার রাতে একটি মৎস প্রকল্পে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। জানা যায়, উপজেলার জানঘর গ্রামের সবুজ ও খোকন মিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে মাছের চাষ করে আসছে। সেই পুকুরে দুর্বত্তরা গভীর রাতে বিষ প্রয়োগ করে। এতে দেশীয় প্রজাতির প্রায় ১০ লক্ষ টাকার মাছ মরে যায়। মঙ্গলবার ভোর থেকে পুকুরে মরা মাছ ভেসে উঠে। এসব দেখে মৎস খামারের মালিকদ্বয় কান্নায় ভেঙ্গে পড়েন। মৎস খামারের পরিচালক সবুজ ও খোকন জানান, পার্শ্ববর্তী দেওরা গ্রামের মাওলানা সোহেল রানাসহ স্থানীয় একটি চক্রের সাথে ওই মৎস খামার নিয়ে বিরোধ চলে আসছিল। বিষ প্রয়োগে মাছ নিধনের সাথে ওই চক্রটি জড়িত থাকতে পারে বলে আশংকা করছেন ওই ব্যবসায়ীদ্বয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়