স্টাফ রিপোর্টার: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়া যায় না। কোনো মানুষের গলা টিপে ধরলেই সেই ব্যক্তিটা মারা যায় না, প্রতিবাদ করতে পারে আরও, পাল্টা বেশি করে কথা বলতে পারে।’
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্প্রচার নীতিমালা সংশোধনের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘টিভিতে যেসব সংবাদ প্রচার হয়, টকশো হয় সেগুলোকে সরকার ভয় পায়।’‘আজ আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নাম ধরে বলা হচ্ছে এই এই ব্যক্তিকে টকশোতে ডাকা যাবে না। কেন? কারণ তারা সরকারের ভুল ধরিয়ে দেন।’
মান্না বলেন, ‘প্রধামন্ত্রী বলেছিলেন তার মন্ত্রিসভার সদস্যরা একেকজন দেশপ্রেমিক, একেকজন মিস্টার কিং। এদের নামে কেউ আঙ্গুল তুলে দুর্নীতির অভিযোগ করতে পারবেন না। এই সরকারের চামচা পা-চাটা তাদেরই তৈরি দুদক বর্তমান সরকারের দুজন মন্ত্রীর নামে মামলা করেছে।
তিনি অারও বলেন, ‘নীতিমালায় বলা হয়েছে, কোনো বাহিনীর বিরুদ্ধে কথা বলা যাবে না। তাহলে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, এই সংবাদ কিভাবে পরিবেশন করা যাবে উনি কি লিখে দিতে পারবেন? টেলিভিশনে এসে বলে দিতে পারবেন র্যাবের নাম না বলে কোন বাহিনীর বলেবো? কোনো বাহিনীর নাম না বলে সদস্যদের পরিচয় করিয়ে দেয়া সম্ভব?’
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক আহমেদ আবু জাফর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ ভুইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, আমার দেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক মাহমুদা ডলি প্রমুখ।
\
Wednesday, September 3
এ সম্পর্কিত আরও খবর
টানাপড়েনের মধ্যে ঢাকায় আজ বসছে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক শেখ হাসিনার পতনকে কেন্দ্র করে বাংলাদেশে-ভারতের মধ্যে সম্পর্কে চির ধরে। চলছে নানা টানাপড়েন। এর
আমির হোসেন আমু গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজ
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, বাড়ল পদ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডার–নন ক্যাডারসহ এ বিসিএসে ৩ হাজার ৪৮৭ পদ। বয়স
৫ আগস্ট ছিল গণতন্ত্র উত্তোরণের প্রথম ধাপ: ড. মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ৫ আগস্ট ছিল গণতন্ত্র উত
আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় শিক্ষার্থীদের
কলকাতায় ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ পতাকা অবমাননা ও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর অতিরঞ্জিত সংবাদ প্রচারসহ বেশ কিছু ইস্যুতে চরম উত্তেজন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়