সচিবালয় প্রতিবেদক: সরকারে থেকে প্রকাশ্যে সরকারের বিরোধীতা করার কোন ধরনের নীতিগত সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সচিবালয়ে ইউএনডিপি কর্তৃক প্রস্তাবিত যানজট নিরসন বিষয়ক কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে এ সব কথা বলেন।
সরকারি মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যদের প্রত্যাহরে হুসাইন মোহাম্মদ এরশাদ হুমকির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সরকারে থেকে সরকারের বিরুদ্ধে কোন কথা বলা বা সরকারের প্রতি আন্দোলনের প্রযোজন হলে সরকারি ফোরামে অথবা জোটের ফোরামে বলা উচিত।
তিনি আরও বলেন, আমরা যাদের বিরোধী দল জানি তারা (বিএনপি) আন্দোলন করতে পারছে না। এটা বর্তমান বিরোধী দলের কোনো কৌশল হতে পারে।
তিনি বলেন, ইউএনডিপি ঢাকা শহরের উপরে গবেষণা করেছে। এখানে তারা দেখেছে ঢাকার যানজটের অন্যতম কারণ সাধারণ মানুষের সচেতনতার অভাব। এ সঙ্গে আরো বিষয় রয়েছে। এ জন্য ইউএনডিপি সরকারের সঙ্গে জনসচেতনতা মূলক কাজ করার জন্য প্রস্তাব দিয়েছে।
তিনি আরো বলেন, তাদের এ প্রস্তাব সরকার বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
ইউএনডিপি গবেষণায় দেখেছে, ঢাকা শহরে ছোট গাড়ির সংখ্যা অনেক বেশি । অথচ ঢাকায় বসবাসকারী মানুষের জন্য প্রয়োজনীয় বড় বাসের সংঙ্কট রয়েছে। এজন্য সরকার ইতিমধ্যেই ১০০ এসি মিনি বাস আমদানিরও উদ্যোগ গ্রহণ করেছে। দ্রুত সময়ের মধ্যে এগুলো আমদানি করা হবে।
পুরাতন গাড়ি প্রত্যাহরেরে বিষয়ে মন্ত্রী বলেন, নতুন করে সংস্থান না করে পুরাতন গাড়ি প্রত্যাহার করলে সমস্যা আরো বাড়বে। গাড়ি সংকটের সঙ্গে যোগ হয়েছে ফুটপাথ দখল এবং মোটর সাইকেলের যথেচ্ছা যাতায়াত।
সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি আরো বলেন, যান জটের সঙ্গে জনজট মিলে গেছে। এ জন্য মানুষের মধ্যে জনসচেতনতা কার্যক্রম জোড়দার করা প্রয়োজন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়