স্টাফ রিপোর্টার: এ কে খন্দকার আওয়ামীলীগের আসল চেহারা বের করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। এজন্য তাকে ধন্যবাদ।
রোববার জাতীয় প্রেসকাবে গুম,খুন ও অপহরণের প্রতিবাদে ফ্রি থিংকারস ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে আওয়ামীলীগের পরিকল্পিত কোন আন্দোলন ছিলো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, সেই ডাকে দেশের জনগন একত্রিত হয়। জনগনের জোয়ার দেখে আওয়ামীলীগ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলো।
সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, জাপানকে জাতিসংঘে সমর্থন দেয়ার আগে সরকারের উচিত ছিলো দেশের জনগন ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিদের কথা বলা।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়