কানিউজ ডেস্ক: সোমালিয়ার সশস্ত্র গ্রুপ আল-শাবাব তাদের নতুন নেতা হিসেবে আহমেদ উমরের নাম ঘোষণা করেছে। তিনি আবু উবায়দা নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহমেদ আবদি গোদানি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন তিনি। আলজাজিরা।
এদিকে আল-শাবাবের অন্যতম প্রতিষ্ঠাতা আহমেদ আবদি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, গত মঙ্গলবার আল-শাবাবের সিনিয়র নেতাদের একটি গাড়িবহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা আহমেদ আবদি গোদানিসহ ৬ জন নিহত হন।
image_print
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়