স্টাফ রিপোর্টার: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১০ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
বুধবার পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় এ দিন ধার্য করেন।
এ মামলায় বেগম খালেদা জিয়াসহ ৪ আসামি আদালতে হাজিরা দেন। অন্যরা হলেন- মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলা দুটি সুপ্রীমকোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকায় তাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাক্ষ্যগ্রহণের জন্য আদালতকে বলেন।
উভয়পক্ষের শুনানি শেষে সময় আবেদন মঞ্জুর করেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ মামলার অপর আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়