স্পোর্টস রিপোর্টার,ঢাকা:হকি ওয়ার্ল্ড লিগের রাউন্ড ওয়ানে স্বাগতিক বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে হংকংকে। দলের হয়ে তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসান জুবায়ের নিলয়।
চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়েই মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় মাঠে নেমেছিল স্বাগতিকরা।
এ জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করল চয়নরা।
গত আসরেও প্রথম পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে পরবর্তী রাউন্ডে খুব একটা ভাল করতে পারেনি। ২০১৫ সালের ১৭ জানুয়ারি শুরু হবে হকি ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় পর্বের খেলা।
ম্যাচের ২৭ মিনিটে নিলয়ের প্রথম গোলে এগিয়ে যায় লাল-সবুজরা। পুস্কর ক্ষিসা মিমোর থেকে বল পেয়ে পুশ করলে ১-০ গোলের লিড নেয় তারা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় চয়ন-নিলয়রা। তবে খেলার শুরুতেই বেশ চেপে ধরেছিলো হংকং প্লেয়ার রা। পরবর্তীতে তারা মাঝে মাঝে আক্রমণ শানায়।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৫ মিনিটে আবারো গোল করেন লংকানদের বিপক্ষে ম্যাচের চার মিনিটে গোল করা নিলয়। চয়নের পেনাল্টি কর্ণার থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
IMG_4083[1]
হংকংয়ের হয়ে একমাত্র গোলটি আসে ম্যাচের ৫১ মিনিটে। চয়ন প্রতিপক্ষের চ্যান কা চুনকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় হংকং। চ্যান কা গো পেনাল্টি শট থেকে গোল করে ব্যবধান কমান।
তবে, এর দুই মিনিট পর (৫৩ মিনিট) আবারো ব্যবধান বাড়ান নিলয়। এর ফলে স্বাগতিকদের ৩-১ গোলের লিড এনে দেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে, দ. কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসের অংশ গ্রহণের লক্ষে যাবার আগে আগে এ জয় বাংলাদেশী যুবাদের আত্মবিশ্বাসী করে তুলবে। এর আগে প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ।
Sunday, September 7
এ সম্পর্কিত আরও খবর
প্রধান উপদেষ্টার হাত থেকে অদম্য নারী পুরস্কার পেলেন কানাইঘাটের হালিমানিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মানন
কানাইঘাটে ড্র করেও বিজয়ী ব্যারিস্টার সুমনের ফুটবল একাডেমিনিজস্ব প্রতিবেদক:হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতিতে কানাইঘাটের সুরমা ব্রীজ সংলগ্ন বায়মপুর
তামাক নিয়ন্ত্রণে জাতীয় পুরস্কার পেলেন কানাইঘাটের জসীমনিজস্ব প্রতিবেদক :জাতীয় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় এই বছর ৯টি ক্যাটাগরিতে সর্
আকস্মিক মৃত্যু থেকে বাঁচার দোয়া মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কে
সৌদি-কাতার থেকে আসবে ২৩৬ কোটি টাকার ইউরিয়া সার কানাইঘাট নিউজ ডেস্ক:সৌদি আরব ও কাতার থেকে ২০২৪-২০২৫ অর্থবছরে জন্য ৬০ হাজার মেট্রিক টন সার আমদ
বাফুফে সভাপতি পদে মনোনয়ন ফরম নিলেন তাবিথ আউয়াল বাফুফে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাবিথ আউয়াল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর বারোটা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়